Home> দেশ
Advertisement

Petrol-Diesel Price Hike: ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, সেঞ্চুরি থেকে ১৭ পয়সা দূরে ডিজেল

বুধবার সকাল থেকে কার্যকর হবে নয়া দাম

    Petrol-Diesel Price Hike: ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, সেঞ্চুরি থেকে ১৭ পয়সা দূরে ডিজেল

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price Hike)। পেট্রলের দাম বাড়ল লিটারে ৮৪ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৮১ পয়সা। বুধবার সকাল থেকে কার্যকর হবে নয়া দাম।  

১১৪ টাকা ২৮ পয়সা থেকে বেড়ে পেট্রলের নতুন দাম হল ১১৫ টাকা ১২ পয়সা প্রতি লিটার। ৯৯ টাকা ০২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হল ৯৯ টাকা ৮৩ পয়সা প্রতি লিটার। সেঞ্চুরি থেকে খাতায় কলমে মাত্র ১৭ পয়সা দূরে ডিজেল। তবে পাম্পে কিনতে গেলে কার্যকরী দাম ১০০ টাকা/লিটার হবে। 

ইতিমধ্যে রাজ্যের কয়েকটি জেলায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। ঝাড়গ্রামে এক লিটার ডিজেলের দাম ১০০.০৮ টাকা (Diesel Price in WB)। আলিপুরদুয়ারে লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা ৷ কোচবিহারে লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ০৫ পয়সা। 

প্রসঙ্গত, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। এরপর জ্বালানীর উপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। ফলে একধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি।

আরও পড়ুন: Viral Puzzle: বলুন তো ছবিতে কটা 3 রয়েছে? অনেকেই ভুল উত্তর দেবেন

আরও পড়ুন: Andhra Pradesh: ভগবানের মার! গর্ত দিয়ে ঢুকে মন্দিরে চুরি, সেই পথেই আটকা পড়ল চোর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More