Home> দেশ
Advertisement

ISI যোগ! প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ স্বাধ্বী প্রাচী-র

প্রাচী বলেন, মেহবুবা মুফতির উচিত লোকের মাথা খারাপ করা বন্ধ করা। কাশ্মীরিরা এতদিনে স্বাধীনতার স্বাদ পেয়েছে

ISI যোগ! প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ স্বাধ্বী প্রাচী-র

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী স্বাধ্বী প্রাচী। শুধু তাই নয়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে তদন্তেরও দাবি তুললেন সংঘ নেত্রী।

আরও পড়ুন-নির্বাচন ঘোষণা না হতেই পদ্ম চিহ্নে ভোট প্রার্থনা করে পোস্টার দিল বিজেপি, হইচই রায়গঞ্জে

মঙ্গলবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে স্বাধ্বী প্রাচী বলেন, হামিদ আনসারি যখন উপরাষ্ট্রপতি ছিলেন সেসময় ভারতের গোয়েন্দা তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে দিয়েছিলেন। এভাবেই তিনি ভারতে জঙ্গি হামলায় মদত দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ, হামিদ আনসারির বিরুদ্ধে তদন্ত হোক।

মঙ্গলবারই উত্তরপ্রদেশ সরকার লভ জিহাদের বিরুদ্ধে অধ্যাদেশ পাস করিয়েছে। এনিয়ে প্রাচী বলেন, লভ জিহাদের বিরুদ্ধে আইন আনার প্রয়োজন ছিল। প্রাচীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেনের কী হবে! তিনিও তো একজন অমুসলিম মহিলাকে বিয়ে করেছেন। প্রাচী বলেন, শাহনাওয়াজ হুসেন তাঁর স্ত্রীকে ভালোবাসেন। লভ জিহাদ বিরোধী আইন একমাত্র যারা এনিয়ে অপরাধ করে তাদের জন্য।

আরও পড়ুন-১ ডিসেম্বর থেকে নতুন ৭টি স্পেশাল চালাবে পূর্ব রেলওয়ে, শুরু হচ্ছে ধানবাদ-হাওড়া কোলফিল্ডও

কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার ব্যপারে সোচ্চার হয়েছেন উপত্যাকার অধিকাংশ নেতা। এনিয়ে প্রাচী বলেন, মেহবুবা মুফতির উচিত লোকের মাথা খারাপ করা বন্ধ করা। কাশ্মীরিরা এতদিনে স্বাধীনতার স্বাদ পেয়েছে। যারা তেরঙ্গার অপমান করে তারা দেশদ্রোহী। এদের সম্পর্কে কোনও কথা বলতে রাজি নই।

Read More