Home> দেশ
Advertisement

‘পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চিন’, Zee Media-কে জানালেন জেনারেল Bipin Rawat

দেখুন পুরো সাক্ষাৎকার।

‘পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চিন’, Zee Media-কে জানালেন জেনারেল Bipin Rawat

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল (LOC)। যার ওপারে পাকিস্তান। পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা  বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)। যার ওপারে চিন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দু’দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চিন? Zee Media-কে জানালেন ভারতীয় সেনার Chief of Defence Staff জেনারেল বিপিন রাওয়াত।

WION-এর এক্সিকিউটিভ এডিটর পাল্কি শর্মাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর স্পষ্ট বার্তা, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চিন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত।’ তাঁর আরও বক্তব্য, ‘আমাদের যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন: দেশে প্রথম! দশ জন রেজিস্টার করলেই দুয়ারে Vaccine, চালু এই শহরে

Zee Media-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পাকিস্তানের উদ্দেশে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘তবে অপর প্রতিবেশীকেও হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ, তাঁদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে।’  

আরও পড়ুন: মৃতের সংখ্যায় গরমিল! ১.৭৪ লাখের হিসেব কমে ৪ হাজার ১০০, কাঠগড়ায় মধ্যপ্রদেশ

ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি Quad গোষ্ঠীকে কি এশিয়ান ন্যাটো (Asian NATO) বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More