Home> দেশ
Advertisement

আমফান, নিসর্গের পর ভূমিকম্প, কেঁপে উঠল দুই রাজ্য

একসঙ্গে ভূমিকম্পের সাক্ষী থাকল জামশেদপুর ও কর্নাটক।

আমফান, নিসর্গের পর ভূমিকম্প, কেঁপে উঠল দুই রাজ্য

নিজস্ব প্রতিবেদন: করোনা, আমফান, নিসর্গ ফের এবার ভূমিকম্প। সব ধ্বংসলীলা কি ভারতেই! এবার কেঁপে উঠল ঝাড়খন্ড ও কর্নাটক। প্রকৃতির চোখ রাঙানিতে আগেই আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। মারাত্মক না হলেও নিসর্গের আছড়ে পড়ায় ব্যাহত হয়েছে বানিজ্য নগরী মুম্বই। ফের জামশেদপুর ও হাম্পি। একসঙ্গে ভূমিকম্পের সাক্ষী থাকল জামশেদপুর ও কর্নাটক।

আরও পড়ুন: মৃত্যুপুরী ভারত! ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল সর্বোচ্চ ২৭৩ টি প্রাণ

জাতীয় ভূমিকম্পবিদ্যা কেন্দ্রের হিসেব অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০- ৪.৭। অর্থাৎ কর্নাটকে ভূমিকম্প অনুভূত হয় ৪.০ মাত্রায় কিন্তু জামশেদপুরে ৪.৭। সকাল ৬ টা বেজে ৫৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে দুই রাজ্য। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও মেলেনি।
তবে এমনিতেই করোনা কাঁটায় বিধ্বস্ত গোটা ভারত। তার মধ্যে একের পর এক দূর্যোগে বারবার প্রভাবিত হচ্ছে গোটা দেশ। কয়েক দিন আগেই বন্যা ও ভূমিধসের সাক্ষী হয়েছিল অসম। প্রাণ গিয়েছিল বহু মানুষের। করোনার দরুন তলানিতে অর্থনীতি। যখন একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশ তখনই বারবার দুমড়ে মুচড়ে ফেলছে প্রকৃতি।

Read More