Home> দেশ
Advertisement

ধোঁয়াশার চাদরে দিল্লি কীভাবে গ্যাস চেম্বার হয়ে উঠল?

দিল্লি আছে দিল্লিতেই। ধোঁয়াশার চাদরে দিল্লি কীভাবে গ্যাস চেম্বার হয়ে উঠল? এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হবে আগামিকাল।

ধোঁয়াশার চাদরে দিল্লি কীভাবে গ্যাস চেম্বার হয়ে উঠল?

ওয়েব ডেস্ক: দিল্লি আছে দিল্লিতেই। ধোঁয়াশার চাদরে দিল্লি কীভাবে গ্যাস চেম্বার হয়ে উঠল? এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হবে আগামিকাল।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

এক রাতের উত্‍সব কমিয়ে দিয়েছে বহু বছরের পরমায়ু। আজও ধোঁয়াশায় মোড়া দিল্লি। সপ্তাহের প্রথম কাজের দিনেই সকালে গৃহবন্দি শহরবাসী। মর্নিং ওয়াকে যাঁরা যান, তাঁদের দেখা নেই। দোকানবাজার করতে বেরিয়েছেন যাঁরা, তাঁদের মুখ ঢাকা মুখোশে। দূষণ কমাতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ নির্মাণকাজ। দক্ষিণ দিল্লিতে তাপবিদ্যুত্‍ কেন্দ্র বন্ধ। তবে তাতে কাটানো যাবে কি দূষণের অভিশাপ?

আরও পড়ুন দিল্লির গণ্ডি ছাড়িয়ে ধোঁয়াশা ছড়াচ্ছে উত্তরপ্রদেশে, দূষণের গ্রাসে লখনউ, কানপুর

Read More