Home> দেশ
Advertisement

Cold wave: এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আগামি কয়েকদিন কনকনে ঠান্ডার পূর্বাভাস

আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে চলেছে

Cold wave: এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আগামি কয়েকদিন কনকনে ঠান্ডার পূর্বাভাস
Updated: Dec 19, 2021, 11:47 AM IST

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে চলেছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৯৪ শতাংশ। 

আরও পড়ুন: মর্মান্তিক! স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগ, 'গণপিটুনিতে' মৃত এক ব্যক্তি

আবহাওয়া দপ্তর সূত্রের খবর ১৮ ডিসেম্বর রাজস্থানের চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -১.১ ডিগ্রি। হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে তাপমাত্রা -১.৬ ডিগ্রি থেকে -৩ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানা গেছে। 

 

রবিবার সকালে দিল্লির বায়ুর গুণমান কিছুটা উন্নত হয়েছে। সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ২৯০। PM ২.৫ এবং PM ১০-এর ঘনত্ব ১১৭ এবং ১৯৩-এর মাঝে রয়েছে।  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App