Home> দেশ
Advertisement

নিজেই নিজেকে কবর দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তেলেঙ্গানার কৃষক

মোদী সরকারের জমানায় একাধিক বার কৃষক বিক্ষোভ দেখা গিয়েছে। ফসলের ন্যূনতম দাম না পেয়ে অনেক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তবে, নিজেকে নিজে জ্যান্ত কবর দেওয়ার উদাহরণ নজিরবিহীন

নিজেই নিজেকে কবর দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তেলেঙ্গানার কৃষক

নিজস্ব প্রতিবেদন: এক মানুষ সমান গর্ত খুঁড়ে নিজেকে নিজেই কবর দেওয়ার চেষ্টা করলেন তেলেঙ্গানার এক চাষি। মেকা সুধাকর রেড্ডি নামে ওই চাষির অভিযোগ, জমির পাট্টার পাসবুক এবং নথি দিতে অস্বীকার করছেন শুল্ক দফতরের আধিকারিকরা। আবেদন-নিবেদন করে জুতোর সুখ-তলা খইয়ে ফেললেও কাজের কাজ হয়নি। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান সুধাকর রেড্ডি।

মোদী সরকারের জমানায় একাধিক বার কৃষক বিক্ষোভ দেখা গিয়েছে। ফসলের ন্যূনতম দাম না পেয়ে অনেক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তবে, নিজেকে নিজে জ্যান্ত কবর দেওয়ার উদাহরণ নজিরবিহীন। সুধাকরের অভিযোগ, রাজনৈতিক নেতাদের উস্কানিতেই জমির কাগজপত্র আটকে রেখেছেন শুল্ক আধিকারিকরা।

আরও পড়ুন- ফের জামিন পেলেন না চিদম্বরম, আর দু’সপ্তাহ জেল হেফাজতের নির্দেশ আদালতের

তবে, সুধাকর একা নন, শুল্ক আধিকারিকদের বিরুদ্ধে একই সমস্যা নিয়ে অভিযোগ করেছেন আরও অনেক কৃষক। সুধাকরের এই কাণ্ডে খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি কাছে। তদন্তের নির্দেশ দিয়ে জগন্মোহন রেড্ডি বলেন, অভিযোগ প্রমাণ হলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুল্ক আইনেও বদল আনা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।    

Read More