Home> দেশ
Advertisement

লকডাউনে আয় বন্ধ, পাঁচ সন্তানকে নিয়ে গঙ্গায় ঝাঁপ মহিলার

রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ভাদহি জেলার জেহাঙ্গিরাবাদ। 

লকডাউনে আয় বন্ধ, পাঁচ সন্তানকে নিয়ে গঙ্গায় ঝাঁপ মহিলার

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে ঠিকাশ্রমিকের কাজ বন্ধ। আয় নেই। ফলে পাঁচ সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন মা। শেষমেষ ৫ সন্তানকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে নিজেও ঝাঁপ দিলেন মহিলা। রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ভাদহি জেলার জেহাঙ্গিরাবাদ। 

পুলিস সূত্রে খবর রবিবার সকালে জেহাঙ্গিরাবাদে গঙ্গার ঘাটে ৫ সন্তানকে নিয়ে আসেন ওই মহিলা। তারপর তাদের ঠেলে ফেলে দেন গঙ্গার জলে। এর পর নিজেও ঝাঁপ দেন। লকডাউনের কারণে সেই সময়ে ঘাটে বেশি লোকজন না থাকায় উদ্ধারের আগেই তলিয়ে যায় ৫ শিশু। কয়েকজন প্রত্যক্ষদর্শী তাঁকে উদ্ধার করেন। তারাই স্থানীয় পুলিসকর্মীদের খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছয় এবং বছর ৩৬-এর ওই মহিলাকে গ্রেফতার করে। এখনও পর্যন্ত ৫ শিশুর কোনও হদিশ মেলেনি। গঙ্গায় ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এদিকে গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গঙ্গার পারে জড়ো হয়ে যায় স্থানীয়রা। পরে পুলিস সেই ভিড় নিয়ন্ত্রণ করে। 

fallbacks

পুলিসের জেরায় ওই মহিলা জানান তিনি ঠিকা শ্রমিকের কাজ করেন। লকডাউনের ফলে বন্ধ কাজ। ফলে রোজের যে যত্সামান্য আয় হত, তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ৫ সন্তানের খাবারের জোগান দিতে পারছিলেন না তিনি। এর পরেই তাদের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। 

পুলিস সূত্রে খবর, মহিলার কথাবার্তায় অনেক অসংলগ্নতা রয়েছে। মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ওই ৫ শিশুকে উদ্ধারের বিষয়ে জোর দিচ্ছে পুলিস। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: লকডাউনের নিয়ম ভাঙায় ১০ বিদেশি পর্যটককে দিয়ে ৫০০ বার ‘Sorry’ লেখাল পুলিস!

Read More