Home> দেশ
Advertisement

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের বলি ২

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের বলি ২


হায়দরাবাদ:  প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও শ্রীকাকুলামে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সকাল থেকেই হুদহুদের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে উপকূল অঞ্চলে।

বিশাখাপত্তনমে একটি আবাসনের দেওয়াল ভেঙে পড়লে দূর্ঘটনায় ১    ব্যক্তির মৃত্যু হয়েছে। শ্রীকাকুলামে গাছ ভেঙে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস।  

অন্ধ্র উপকূলে বহু জেয়গায় গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। অন্ধ্রের বিপর্যয় মোকাবিলা আধিকারিক কে হইমাবতি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ""পূর্ব গোদাবরী ছাড়া বিশাখাপত্তনামের সমস্ত অংশে বৈদ্যুতিন ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিস্থিতি খুব খারাপ। জাতীয় সড়ক বন্ধ রয়েছে।''

৩৫৬টি গ্রামকে চিহ্ণিত করেছে অন্ধ্র প্রশাসন।  সেখানে ৩০০টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে।

 

Read More