Home> দেশ
Advertisement

সরকারের সমালোচকদের নখ উপড়াবেন বিপ্লব

এক সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমার সরকারের গায়ে আঁচর কাটলে, তার নখ উপড়ে নেওয়া হবে"।

সরকারের সমালোচকদের নখ উপড়াবেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার বিজেপি সরকারের প্রতি সমালোচনার আঙুল উঠলে নখ উপড়ে নিতে চান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ সংস্থা এএনআই-এর টুইট করা করা একটি ভিডিও-তে বিপ্লবকে এমন কথাই বলতে শোনা গিয়েছে।

এক সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "সব্জি বিক্রেতারা চালকুমড়ো নিয়ে সকাল ৮টা নাগাদ বাজারে আসেন। আর বেলা ৯টার মধ্যেই বাজার করতে আসা মানুষের হাতের অত্যাধিক ছোঁয়ায় চালকুমড়োগুলি আঁচরের দাগে ভরে ওঠে। অবস্থা এমন দাঁড়ায় যে, ওই চালকুমড়ো তখন বিক্রি করাই কঠিন হয়ে ওঠে। সেটি তখন বাড়ি নিয়ে চলে যাওয়া বা গরুকে খাইয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। আমার সরকারের ক্ষেত্রে আমি এমনটা হতে দেব না...আমার সরকারের গায়ে আঁচর কাটলে, তার নখ উপড়ে নেওয়া হবে"। আরও পড়ুন- একের পর এক বেফাঁস মন্তব্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তলব মোদীর

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন বিপ্লব কুমার দেব। মহাভারতের যুগে ইন্টারনেট ব্যবস্থা ছিল বা ভেকার যুবকদের পানের দোকান খোলার পরামর্শ-সহ একাধিক বিষয়ে মন্তব্য করে প্রবল বিতর্ক বাঁধিয়েছেন তিনি। সূত্রের খবর, এ জন্য বিপ্লবের উপর রীতিমত চটেছেন খোদ মোদী। আরও পড়ুন- বিজেপি কর্মীর চাকরির সুপারিশ করে বিপ্লব দেবকে চিঠি ত্রিপুরার রাজ্যপাল তথাগতর

Read More