Home> দেশ
Advertisement

পঞ্চভূতে বিলীন 'সবকা স্বরাজ', প্রাক্তন বিদেশমন্ত্রীর শেষকৃত্য করলেন মেয়ে

বুধবার মায়ের শেষকৃত্য করেন মেয়ে বাঁসুরি। 

পঞ্চভূতে বিলীন 'সবকা স্বরাজ', প্রাক্তন বিদেশমন্ত্রীর শেষকৃত্য করলেন মেয়ে

নিজস্ব প্রতিবেদন: যেন বিনা মেঘে বজ্রপাত। মঙ্গলবার রাতে গোটা দেশ যখন ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে ব্যস্ত তর্ক-বিতর্কে, তখন খবর এল, সুষমা স্বরাজ আর নেই। অথচ ঘণ্টা দুই আগেই ৩৭০ ধারা বাতিলকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী। 

বুধবার মায়ের শেষকৃত্য করেন মেয়ে বাঁসুরি। শোকস্তব্ধ মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন বাবা স্বরাজ কৌশল। লোধি রোডের শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পঞ্চভূতে বিলীন হল প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ। তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।

সুষমা স্বরাজ শুধু বিজেপি নেত্রী বা এনডিএ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য-ই ছিলেন না। দলমত নির্বিশেষে সবার প্রিয় সুষমাজি। মনমোহন থেকে সোনিয়া, রাহুল থেকে মায়াবতী-মুলায়ম। সুষমার মত রাজনীতিককে শ্রদ্ধা জানাতে উপস্থিত সকলে। এদিন সকালে সুষমা স্বরাজের নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত নেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। প্রয়াত নেত্রীকে সামনে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নমো।

দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির অফিসে তেরঙায় মুড়িয়ে রাখা হয়েছিল সুষমার দেহ। সেখানে শ্রদ্ধা জানান অনেকে। বিজেপির অফিস থেকে শুরু হয় শেষযাত্রা। লোধি রোডের শ্মশানঘাটে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংরা। উপস্থিত লালকৃষ্ণ আডবাণী। ছিলেন সুষমার বহু অনুগামী, সমর্থক, গুণমুগ্ধরা। গান সালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় নেত্রীকে। পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল প্রাক্তন বিদেশমন্ত্রীকে। 

আরও পড়ুন- একুশের রণনীতি গোছাতে বৈঠকে বসছে রাজ্য বিজেপি, সংগঠনে আগাপাশতলা রদবদল 

Read More