Home> দেশ
Advertisement

দেশের ৯০ শতাংশ অঞ্চলে Covid পজিটিভিটি রেট অত্যন্ত বেশি, উদ্বেগ বাড়াচ্ছে গ্রামীণ এলাকা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র লব আগরওয়াল জানিয়েছেন, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যে পজিটিভিটি রেট অত্যন্ত বেশি। 

দেশের ৯০ শতাংশ অঞ্চলে Covid পজিটিভিটি রেট অত্যন্ত বেশি, উদ্বেগ বাড়াচ্ছে গ্রামীণ এলাকা

নিজস্ব প্রতিবেদন: দেশের গুটিকয় রাজ্যে করোনা সংক্রমণ কমের দিকে হলেও অধিকাংশ রাজ্য তা বেড়েই চলেছে। করোনার যে নতুন প্রজাতিটি দেশ কাঁপাচ্ছে তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু এনিয়ে কী বলছে কেন্দ্র?

আরও পড়ুন-রাজ্যে উদ্বেগ বাড়ছে, একদিনে ২০ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা 

মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, দেশের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে করোনার পজিটিভিটি রেট(Positivity Rate) অত্যন্ত বেশি। দেশের ৭৩৪ জেলার মধ্যে ৬৪০ জেলায় পজিটিভিটি রেট জাতীয় গড়ের থেকে অনেকটাই উপরে। পাশাপাশি এবার দেশের গ্রামীণ এলাকা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

দেশে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে হাসপাতালে বেড, অক্সিজেনে(Oxygen) টান পড়ছে। জোগান দিতে পারছে না কেন্দ্র। পাশাপাশি, ভ্যাকসিনেরও প্রবল আকাল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র লব আগরওয়াল জানিয়েছেন, 'হিমাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যে পজিটিভিটি রেট অত্যন্ত বেশি। ওইসব জায়গায় কোভিড চেন ভাঙাই এখন প্রধান কাজ।'

আরও পড়ুন-চিকিৎসার নামে যেন অক্সিজেনের অপচয় না হয়: নয়া নির্দেশিকা রাজ্যের   

এদিকে, দেশে প্রতিদিন যত করোনা রোগী ধরা পড়ছে তাদের সংখ্যা আরও বাড়তে পারে টেস্টের সংখ্যা বাড়াতে পারলে। এমনটাই মনে করছে কোনও কোনও মহল। একথা মাথায় রেখে আইসিএমআরের তরফে আজ বলা হয়েছে, টেস্টের সংখ্যা বাড়াতে হবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২.২৯ কোটি মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩.২৯ লাখ। 

Read More