Home> দেশ
Advertisement

লকডাউন ২৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা এই সরকারের

গোটা দেশের নির্ধারত সময়েরও ১০ দিন পর পর্যন্ত লকডাউন জারি থাকবে

লকডাউন ২৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা এই সরকারের

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস লকডাউন ২৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এই ঘোষণা করেন। তিনি বলেন, “এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করা হয়েছে।”

গোটা দেশের নির্ধারত সময়েরও ১০ দিন পর পর্যন্ত লকডাউন জারি থাকবে তেলেঙ্গানাজুড়ে। মঙ্গলবার বিকাল থেকে প্রায় ৭ ঘণ্টার ক্যাবিনেট মিটিংয়ের পর এই সিদ্ধান্তের ঘোষণা করেন চন্দ্রশেখর। 

তেলেঙ্গানায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,০৯৬। তার মধ্যে চিকিত্সাধীন ৪৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৮ জন। রাজ্যের ৬টি জেলাকে রেড জোন বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক।

মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে চন্দ্রশেখর বলেন, “কেন্দ্র রেড জোনেও ধীরে ধীরে দোকান-বাজার খোলার অনুমতি দিলেও আমরা সেটা এখনই করছি না।” প্রসঙ্গত এর আগে লকডাউন বৃৃদ্ধির ঘোষণার আগে থেকেই ৭ মে পর্যন্ত লকডাউন জারি থাকার ঘোষণা করে দিয়েছিলেন চন্দ্রশেখর।

আরও পড়ুন : লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, দু'মাসে ইতালিকে ছাপিয়ে গেল ব্রিটেন

Read More