Home> দেশ
Advertisement

কয়েনে ধর্মীয় চিহ্নে ধর্মনিরপেক্ষতা আহত হয় না

২০১০ এবং ২০১২ সালে মুদ্রিত হওয়া কিছু কয়েনে বৃহদেশ্বর মন্দির ও বৈষ্ণদেবীর ছবি খোদাই করা হয়েছে।

কয়েনে ধর্মীয় চিহ্নে ধর্মনিরপেক্ষতা আহত হয় না

নিজস্ব প্রতিবেদন: ধাতব মুদ্রা বা কয়েনে ধর্মীয় চিহ্ন থাকলে কোনও সমস্যা নেই এবং এই বিষয়টি দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে মোটেই খাটো করে না। একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বৃহস্পতিবার একথাই জানাল দিল্লি হাইকোর্ট।

২০১০ এবং ২০১২ সালে মুদ্রিত হওয়া কিছু কয়েনে বৃহদেশ্বর মন্দির ও বৈষ্ণদেবীর ছবি খোদাই করা হয়েছে। এই ধরনের কয়েনগুলি বাজার থেকে তুলে নিয়ে বাতিল করার জন্য আদালত রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় অর্থমন্ত্রককে নির্দেশ দিক, এমন আবেদন নিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির বাসিন্দা নাফিজ কোয়েজি এবং আবু সঈদ।

কিন্তু, আদালত এই আবেদন খারিজ করে দিয়ে জানায়, "দেশের ধর্মনিরপেক্ষ চেহারা এতে মোটেই আহত হয় না এবং ধর্মনিরপেক্ষতা কখনও স্মারক প্রকাশকে বাধা দিতে পারে না"। আদালত আরও জানায়, "কয়েনেজ অ্যাক্ট ২০১১ অনুযায়ী, সরকার স্মারক হিসাবে কোনও বিষয়কে ধাতব মুদ্রায় স্থান দিতেই পারে"।

আরও পড়ুন- ঢেকুর তোলায় মানা, স্টেট ব্যাঙ্কের কর্মীদের জন্য কড়া নির্দেশিকা

Read More