Home> দেশ
Advertisement

স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের

স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তের আদেশ দেওয়া হল

স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: বিক্ষোভের চাপে শেষপ‌র্যন্ত পরীক্ষার্থীদের দাবি মেনে নিল কেন্দ্র। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তের আদেশ দেওয়া হল।
গত ২১ ফেব্রুয়ারি স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভি‌যোগে রাস্তায় প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। বিষয়টি লোকসভাতেও ওঠে, মামলা হয় সুপ্রিম কোর্টে। আগামী ১২ মার্চ সেই মামলার শুনানি হবে।
আরও পড়ুন-'একেবারেই অপ্রত্যাশিত', হারের পর প্রথম সাক্ষাত্কারে বললেন মানিক সরকার
এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং সোমবার ঘোষণা করেন, ‘বিক্ষোভকারী পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভি‌যোগের সিবিআই তদন্তের আদেশ দেওয়া হল। এখন বিক্ষোভকারীদের উচিত আন্দোলন থেকে সরে আসা।’

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। কিন্তু ‌আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, প্রশ্নপত্রের ন্যায্য ফর্ম্যাট প্রকাশ না পাওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরবে না তাঁরা।

Read More