Home> দেশ
Advertisement

আগামিকাল প্রকাশিত হবে সিবিএসই দ্বাদশের ফল

শনিবার ফল জানা যাবে সিবিএসই-র ওয়েবসাইট  cbseresults.nic.in ও cbse.nic.in-এ.

আগামিকাল প্রকাশিত হবে সিবিএসই দ্বাদশের ফল

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল শনিবার প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল। শুক্রবার টুইট করে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ। শনিবার ফল জানা যাবে সিবিএসই-র ওয়েবসাইট  cbseresults.nic.in ও cbse.nic.in-এ.

ভারত বন্ধ ও প্রশ্নফাঁসের জট কাটিয়ে গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। প্রশ্নফাঁস কাণ্ডের জেরে দ্বিতীয়বার অর্থনীতির পরীক্ষা দিতে হয় বেশ কয়েকটি রাজ্যের পড়ুয়াদের। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লক্ষের কিছু কম। গোটা দেশে মোট ৪,১৩৮টি কেন্দ্রে পরীক্ষা হয়। বিদেশে কেন্দ্র ছিল ৭১টি। 

স্বস্তি দিয়ে ঢুকল বর্ষা, জেনে নিন কবে শুরু হবে বৃষ্টি

সিবিএসই-র ওয়েবসাইটের পাশাপাশি এবার ফল জানা যাবে গুগলেও। সেজন্য এবার সিবিএসই-র সঙ্গে জুটি বেঁধেছে সিবিএসই। গুগলে গিয়ে  'CBSE class 10 results', 'CBSE class 12 results'সন্ধান করে জানা যাবে ফল।
 

Read More