Home> দেশ
Advertisement

অসম-নাগাল্যান্ড সীমান্ত হিংসার তদন্তভার সিবিআইয়ের হাতে

অসম-নাগাল্যান্ড সীমান্তে হিংসার ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২৬ জুন ২ যুবকের অপহরণের ঘটনার পরে যে হিংসা ছড়ায় তারই তদন্ত করবে সিবিআই। শুক্রবার একথা জনিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ।

অসম-নাগাল্যান্ড সীমান্ত হিংসার তদন্তভার সিবিআইয়ের হাতে

গুয়াহাটি: অসম-নাগাল্যান্ড সীমান্তে হিংসার ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২৬ জুন ২ যুবকের অপহরণের ঘটনার পরে যে হিংসা ছড়ায় তারই তদন্ত করবে সিবিআই। শুক্রবার একথা জনিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ।

হিংসা রোধে ব্যর্থ অসম সরকার। এই দাবিতে গত কয়েকদিন ধরে গোলাঘাটে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে ৭টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। গতকাল ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠকের পরই তদন্তভার সিবি আই য়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

গোটা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন গোগৈ।"" সরকারের প্রধান লক্ষ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা'',তিনি বলেন।

Read More