Home> দেশ
Advertisement

"চাকরি চাই" বাজেটের আগে কেন্দ্রের কাছে আর্তি যুবসমাজের

ডেলিভারি বয় নয়! রেল, ব্যাঙ্কের কর্মসংস্থান ফিরুক। বলছে যুব সমাজ। বাজেটের আগে সরকারের আর্থিক সমীক্ষা অনুযায়ী, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। আর তাতেই প্রত্যাশায় বুক বাঁধছে যুব সমাজ। 

নিজস্ব প্রতিবেদন: পরিসংখ্যান বলছে বর্তমানে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বোচ্চ মাত্রায় ঠেকেছে। যার অর্থ, গত পাঁচ বছরের অর্থনীতিতে একটা বড় খাটতি রয়েগেছে। হোঁচট খেয়েছে একাধিক ক্ষেত্রেই। তবে যুবসমাজ বলছেন চাকরি চাই। ডেলিভারি বয় নয়, রেল, ব্যাঙ্কের কর্মসংস্থান ফিরুক। এদিকে আর্থিক বৃদ্ধির হার বাড়াতে না পারলে বাড়বে না কর্মসংস্থান। অন্যদিকে বাজেটের আগে সরকারের আর্থিক সমীক্ষা অনুযায়ী, আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৭ শতাংশ। আর তাতেই প্রত্যাশায় বুক বাঁধছে যুব সমাজ। 

আরও পড়ুন: বাজেটে আজ কী কী ঘোষণা করতে পারে মোদী সরকার?

বিগত বছরগুলিতে কর্মসংস্থানের তেমন কোনও উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। তাই কর্মসংস্থান তৈরি করতে আসন্ন বাজেটে মোদি সরকার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দেশের কর্মসংস্থান ২০১৯-এর বাজেটে গুরুত্ব পাবে। তথ্য অনুযায়ী কর্মসংস্থান বাড়াতে মেট্রো রেল, ভারতমালা, সাগরমালার মতো সড়ক ও বন্দর নির্মাণ সহ পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

একগুচ্ছ প্রত্যাশা নিয়ে আজকের দিনটার দিকে তাকিয়ে রয়েছে দেশ। এবারের  কেন্দ্রীয় বাজেটে কি মধ্যবিত্তের প্রাপ্তির ঝুলি ভরাতে পারবে? আপাতত এই প্রশ্নেই সরগরম গোটা দেশ। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট ঘিরে সরগরম গোটা দেশ। আজ সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইন্দিরা গান্ধীর পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করবেন সীতারমণ। 

Read More