Home> দেশ
Advertisement

দিল্লিতে বিমান দুর্ঘটনা- ''সব সময় জওয়ানের পরিবার কাঁদবে কেন?'' শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে রাজনাথ সিং

দিল্লিতে বিমান দুর্ঘটনায় দশ বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে বিতর্ক। মেয়াদ ফুরনো বিমান চালানোর জেরেই দুর্ঘটনা। অভিযোগ মৃত জওয়ানদের পরিবারের। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আজ বিক্ষোভের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

দিল্লিতে বিমান দুর্ঘটনা- ''সব সময় জওয়ানের পরিবার কাঁদবে কেন?'' শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে রাজনাথ সিং

ওয়েব ডেস্ক: দিল্লিতে বিমান দুর্ঘটনায় দশ বিএসএফ জওয়ানের মৃত্যু ঘিরে বিতর্ক। মেয়াদ ফুরনো বিমান চালানোর জেরেই দুর্ঘটনা। অভিযোগ মৃত জওয়ানদের পরিবারের। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আজ বিক্ষোভের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

টেক অফেই চুরমার!

মঙ্গলবার দিল্লির সফদরজং বিমানবন্দরে আচমকা অঘটন। টেক অফের পরই গাছে ধাক্কা। ভেঙে পড়ে বিএসএফের রাঁচিগামী সুপার কিং বিমান।

বিএসএফের  ৩ অফিসারের মৃত্যু হয়। প্রাণ হারান আরও ৭ টেকনিশিয়ান। হাহাকার...দায় কার?

স্বজন হারিয়ে কেউ দিশাহারা। কেউ বা খড়কুটো খুঁজছেন। হাহাকারের মাঝেই দানা বাঁধছে ক্ষোভ। গ্রাউন্ড ক্রু-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পাইলট যান্ত্রিক ত্রুটির কথা বলার পরও গ্রাউন্ড ক্রু টেক অফের নির্দেশ দেন।

প্রয়াত জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে রাজনাথ সিং। কোনওরকমে বিক্ষোভ সামাল দেন রাজনাথ। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  মৃতের স্বজনদের অভিযোগ মানতে নারাজ। একরাশ ক্ষোভের মাঝেই  অন্য আলোর দিশা। বাবাকে হারিয়েও হারেনি একরত্তি ছেলে। এখনও সেই ফৌজই তার পাখির চোখ।

Read More