Home> দেশ
Advertisement

তিন বছরে তিনবার শাবকদের জন্ম দিলেন বাঘিনী ক্যাটরিনা

এমনিতে বাঘিনীরা দুবছর অন্তর অন্তরই শাবকের জন্ম দেয়, কিন্তু মহারাষ্ট্রের 'বর ব্যাঘ্র প্রকল্পে'র ৬ বছরের বাঘিনী ক্যাটরিনা বাকিদের থেকে ব্যতিক্রমী। সাড়ে তিন বছরে বাঘিনী ক্যাটরিনা গর্ভবতী হয়েছে তিনবার। প্রথমবার (অক্টোবর, ২০১৪) ক্যাটরিনার গর্ভ থেকে জন্ম নিয়েছে ২টি ছেলে শাবক এবং ২টি মেয়ে শাবক।  দ্বিতীয়বার (জানুয়ারি, ২০১৬) ক্যাটরিনা জন্ম দিয়েছে ২টি মেয়ে শাবক সহ একটি ছেলে শাবকের। এবার (মার্চ, ২০১৭) বাঘিনী ক্যাটরিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ৩টি মেয়ে শাবক। প্রত্যেক শাবকের জন্ম হয়েছে ১৪ মাস অন্তর অন্তর। বিশেষজ্ঞরা বলছেন, যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে নিজের জীবদ্দশায় শাবক প্রসবের রেকর্ড করবে বাঘিনী ক্যাটরিনা। ৬ বছর বয়সী ক্যাটরিনা স্বাভাবিক ভাবে আরও ৬ বছর বাঁচবে বলেই মত  বিশেষজ্ঞদের। আর ক্যাটরিনা প্রতিবারই গড়ে ৩ থেকে ৪টি করে শাবকের জন্ম দিচ্ছে। তাহলে ৬ বছরে সেটা যে সংখ্যায় পৌঁছাবে তা বিশ্বের রেকর্ড হবে বলেই মত বিশেষজ্ঞদের। 

তিন বছরে তিনবার শাবকদের জন্ম দিলেন বাঘিনী ক্যাটরিনা

ওয়েব ডেস্ক: এমনিতে বাঘিনীরা দুবছর অন্তর অন্তরই শাবকের জন্ম দেয়, কিন্তু মহারাষ্ট্রের 'বর ব্যাঘ্র প্রকল্পে'র ৬ বছরের বাঘিনী ক্যাটরিনা বাকিদের থেকে ব্যতিক্রমী। সাড়ে তিন বছরে বাঘিনী ক্যাটরিনা গর্ভবতী হয়েছে তিনবার। প্রথমবার (অক্টোবর, ২০১৪) ক্যাটরিনার গর্ভ থেকে জন্ম নিয়েছে ২টি ছেলে শাবক এবং ২টি মেয়ে শাবক।  দ্বিতীয়বার (জানুয়ারি, ২০১৬) ক্যাটরিনা জন্ম দিয়েছে ২টি মেয়ে শাবক সহ একটি ছেলে শাবকের। এবার (মার্চ, ২০১৭) বাঘিনী ক্যাটরিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ৩টি মেয়ে শাবক। প্রত্যেক শাবকের জন্ম হয়েছে ১৪ মাস অন্তর অন্তর। বিশেষজ্ঞরা বলছেন, যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে নিজের জীবদ্দশায় শাবক প্রসবের রেকর্ড করবে বাঘিনী ক্যাটরিনা। ৬ বছর বয়সী ক্যাটরিনা স্বাভাবিক ভাবে আরও ৬ বছর বাঁচবে বলেই মত  বিশেষজ্ঞদের। আর ক্যাটরিনা প্রতিবারই গড়ে ৩ থেকে ৪টি করে শাবকের জন্ম দিচ্ছে। তাহলে ৬ বছরে সেটা যে সংখ্যায় পৌঁছাবে তা বিশ্বের রেকর্ড হবে বলেই মত বিশেষজ্ঞদের। 

এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের পেঞ্চ-এর কলারওয়ালি (বাঘিনী) ৭ বারে ২৬টি শাবকের জন্ম দিয়ে নজির স্থাপন করেছে।        

Read More