Home> দেশ
Advertisement

মহারাষ্ট্রে মারাঠীদের জন্য বিশেষ ১৬% সংরক্ষণ বাতিল করল বম্বে হাইকোর্ট

শুক্রবার মহারাষ্ট্রে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠীদের জন্য ১৬% সংরক্ষণের রাজ্যসরকারের সিদ্ধান্তকে বাতিল করল

মহারাষ্ট্রে মারাঠীদের জন্য বিশেষ ১৬% সংরক্ষণ বাতিল করল বম্বে হাইকোর্ট

মুম্বই: শুক্রবার মহারাষ্ট্রে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠীদের জন্য ১৬% সংরক্ষণের রাজ্যসরকারের সিদ্ধান্তকে বাতিল করল
বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্রের পূর্বতন কংগ্রেস-এনসিপি সরকার সে রাজ্যে মারাঠীদের জন্য বিশেষ যে সুবিধার সিদ্ধান্ত নিয়েছিল, তা খারিজ করল আদালত।  

সরকারের এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এই মর্মে বম্বে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। আজ সেই পিটিশনের রায় ঘোষণা হল।

পাবলিক সার্ভিসে মুসলিমদের জন্য ৫% সংরক্ষণেও পূর্ববর্তী মূখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ সরকারের আদেশের উপর স্থগিতাদেশের জারি করেছে হাইকোর্ট। তবে শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণ জারি রাখা হয়েছে।

যদিও এই পিআইএল-এ শুধুমাত্র মারাঠীদের সংরক্ষণকে চ্যালেঞ্জ করা হয়েছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন তাঁর সরকার মারাঠা সংরক্ষণের পক্ষেই সওয়াল করবে। এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি।

 

Read More