Home> দেশ
Advertisement

বফর্স দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা? খতিয়ে দেখছে সিবিআই

বফর্স দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা? খতিয়ে দেখছে সিবিআই

সংবাদ সংস্থা: বফর্স দুর্নীতির তদন্তে অন্তর্ঘাত করেছিল রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। এমনটাই দাবি করেছেন প্রাইভেট গোয়েন্দা মাইকেল হর্শম্যান। তাঁর অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে চলেছে সিবিআই। 

মার্কিন প্রাইভেট গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্সের প্রেসিডেন্ট মাইকেল হর্শম্যান। একটি টিভি চ্যানেলে সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট মন্ট ব্ল্যাঙ্ক প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ হয়েছিলেন রাজীব গান্ধী। বফর্সের ঘুষের টাকা সুইস ব্যাঙ্কে জমা পড়েছিল। তিনি আরও দাবি করেছেন, তাঁরা বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনায় রাজীব গান্ধী হতাশ হয়ে পড়েছিলেন।

মাইকেল হর্শমামের বক্তব্যে বফর্স দুর্নীতি তদন্তে নয়া মোড় এনেছে। বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখপাত্র অভিষেক দয়াল জানিয়েছেন, মার্কিন গোয়েন্দার তথ্য ও পারিপার্শ্বিক যাচাই করে দেখা হবে।   

আরও পড়ুন, আরএসএস নেতা খুনের নিন্দা করলেন রাহুল গান্ধী

Read More