Home> দেশ
Advertisement

পাকিস্তানের 'পুত্রবধূ' সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার বিরোধিতায় বিজেপি নেতা

পাকিস্তানের 'পুত্রবধূ' টেনিস তারকা সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার বিরোধিতা করলেন তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্মণ। বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জোড়া সমালোচনার জেরে ব্যাকফুটে বিজেপি।

পাকিস্তানের 'পুত্রবধূ' সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার বিরোধিতায় বিজেপি নেতা

হায়দরাবাদ: পাকিস্তানের 'পুত্রবধূ' টেনিস তারকা সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার বিরোধিতা করলেন তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্মণ। বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জোড়া সমালোচনার জেরে ব্যাকফুটে বিজেপি।

ভারতের নবতম রাজ্যের সরকার সানিয়া মির্জাকে গত মঙ্গলবারই তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সানিয়াকে হায়দরাবাদের কন্যা বলেও বর্ণনা করেছেন।

আর এতেই চটেছে তেলেঙ্গানা বিজেপি। কে লক্ষ্মণ সাফ জানিয়েছেন সানিয়া জন্মে ছিলেন মহারাষ্ট্রে,পরে তিনি পরিবারের সঙ্গে হায়দরাবাদে এসে থাকতে শুরু করেন। তাই এই বিজেপি নেতার মতে সানিয়া আসলে 'বহিরাগত'।

সানিয়া পাকিস্তানের ক্রিকেটার শোহেব মালিককে বিয়ে করেছেন। সেই ঘটনার দিকেই আঙুল তুলে তেলেঙ্গানার বিধানসভার সদস্য লক্ষ্মণ তাঁকে পাকিস্তানের 'পুত্রবধূ' আখ্যা দিয়েছেন।

লক্ষ্মণের অভিযোগ গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটে  সংখ্যালঘু ভোটব্যাঙ্ক জোরদার করতেই সানিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে চন্দ্রশেখর রাও সরকার।

Read More