Home> দেশ
Advertisement

'Great Calcutta Killings'-এর দিনই 'খেলা হবে দিবস' করছেন Mamata: Swapan Dasgupta

১৬ অগাস্ট ঘিরে তুঙ্গে তরজা।

'Great Calcutta Killings'-এর দিনই 'খেলা হবে দিবস' করছেন Mamata: Swapan Dasgupta

নিজস্ব প্রতিবেদন: ১৬ অগাস্ট 'খেলা হবে দিসব' ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এরপরই তৃণমূল সুপ্রিমোর ঘোষণাকে নিশানা করল বিজেপি। 'গ্রেট ক্যালকাটা কিলিং'-এর কালো অধ্যায়কে মনে করিয়ে দিয়ে, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।  

বুধবার ২১ জুলাইয়ে ভাষণে ১৬ অগাস্ট 'খেলা হবে দিসব' পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই টুইটে স্বপন দাশগুপ্ত লেখেন, "১৬ অগাস্টকে 'খেলা হবে দিবস' হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৬ সালে এই দিনেই মুসলিম লিগ তাদের 'ডাইরেক্ট অ্যাকশন ডে' এবং 'গ্রেট ক্যালকাটা কিলিং' শুরু করেছিল। বর্তমানে পশ্চিমবঙ্গে 'খেলা হবে' স্লোগান বিরোধীদের উপর অত্যাচারের প্রতীক হয়ে উঠেছে।"

আরও পড়ুন: শহরে খুন একাকী বৃদ্ধা! বাঙ্গুর অ্যাভিনিউতে উদ্ধার গলায় গামছা জড়ানো পচাগলা দেহ

আরও পড়ুন: আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' ঘোষণা Mamata-র;২৪-র বার্তা,'রাজ্যে রাজ্যে খেলা হবে'

বুধবারের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস আমরা পালন করব। ১৬ অগাস্ট পালিত হবে। ওই দিন আমরা যে যেখানে পারব কিছু ফুটবল দেব। যারা এই সব নিয়ে খেলাধুলো করবে। খেলা ছাড়া জীবন গড়ে ওঠে না। খেলা সুস্থ, সভ্য, মানবিক সংস্কৃতির প্রতীক। আজ আমাদের দেশের স্বাধীনতা বিপদে।' একুশের ভোট প্রচারে তৃণমূলের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এই 'খেলা হবে' স্লোগান। গ্রাম থেকে শহর, প্রতি ব্লকে ব্লকে 'খেলা হবে' স্লোগানে প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল। এমনকী বিভিন্ন সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন 'খেলা হবে'। সামনে ২০২৪-এর লোকসভার লড়াই। এবার জাতীয় স্তরে সেই 'খেলা হবে' স্লোগানকেই প্রচারের অস্ত্র করতে চাইছে তৃণমূল। শাসকদলের প্রচারের সেই অস্ত্রকে ভোঁতা করতে তৎপর বিজেপিও।  

Read More