Home> দেশ
Advertisement

Assembly Election Results 2023: চূড়ান্ত ৩ রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম? কমল-কুর্সিতে কে কে?

 আসল উত্তর লুকিয়ে সময়ের আস্তিনে। শেষমেশ ৩ রাজ্যের কুর্সিতে কার 'রাজ্যাভিষেক' ঘটে, সেটাই দেখার!  

Assembly Election Results 2023: চূড়ান্ত ৩ রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম? কমল-কুর্সিতে কে কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশের লোকসভা ভোটের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল বিজেপির কাছে 'বিগ ম্যাচ'। আর সেই 'অ্যাসিড টেস্ট'-এ সসম্মানে উত্তীর্ণ গেরুয়া ব্রিগেড। ৫ রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই 'ক্লিন সুইপ'-এ জয় হাসিল করে নিয়েছে পদ্ম শিবির। রাজস্থান, মধ্য়প্রদেশ ও ছত্তীসগঢ়ের শাসনভার এসেছে বিজেপির ঝুলিতে। এখন বড় প্রশ্ন হচ্ছে, এই ৩ রাজ্যের কুর্সিতে কে কে বসতে চলেছে? কাকে বসাতে চলেছে বিজেপি?

দলের অন্দরের কানাঘুষোয় শোনা যাচ্ছে, নানা নাম। তিন রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে কারা এগিয়ে আছে, সেই নাম তালিকাও নাকি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান এগিয়ে আছেন দৌড়ে। রাজস্থানে নাকি এগিয়ে আছেন ২ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ওদিকে ছত্তীসগঢ়ে নাম উঠেছে রেণুকা সিংয়ের। 

যদিও আরেক সূত্র আবার বলছে আরেক কথা। সেই সূত্র (স্থানীয়) বলছে, ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রয়েছেন তিন জন। তাঁরা হলেন, অরুন সাও, রমন সিং, এবং বিষ্ণু দেও। সেখানে আবার নাম নেই রেণুকা সিংয়ের। অন্যদিকে রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বাবা বালকরাম, অর্জুন রাম মেঘওয়াল ও গজেন্দ্র সিং শেখওয়াত। এখন আসল উত্তর লুকিয়ে সময়ের আস্তিনে। শেষমেশ ৩ রাজ্যের কুর্সিতে কার 'রাজ্যাভিষেক' ঘটে, সেটাই দেখার!  

আরও পড়ুন, BJP MLA Balmukund Acharya: রাস্তায় আমিষ খাবারের স্টল বন্ধ করুন, জিতেই সরকারি আধিকারিককে হুমকি বিজেপি বিধায়কের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More