Home> দেশ
Advertisement

মোদী ঝড় সামলাতে বিজু পট্টনায়েকের শরণাপন্ন ওড়িশার বিজেডি সরকার

বেঁচে উঠলেন বিজু পট্টনায়েক। মোদী ঝড় সামলাতে মহানায়কের শরণাপন্ন ওড়িশার BJD সরকার। একাধিক সংবাদপত্রে আজ তাঁকে নিয়েই পাতাজোড়া বিজ্ঞাপন। ক্ষমতা ধরে রাখতে নবীন পট্টনায়কের মরিয়া চেষ্টা। বিজয়ানন্দ পট্টনায়ক। সংক্ষেপে বিজু। যৌবনে ডাকাবুকো পাইলট। বহু কিংবদন্তির নায়ক। বয়সকালে দাপুটে রাজনীতিক। ছয়ের দশকে কংগ্রেসে ইন্দিরা গান্ধীকে চ্যালেঞ্জ জানানোই হোক বা সাতের দশকের জনতা আন্দোলনে যৌথ নেতৃত্ব। দামাল বিজু চিরকালই বেলাগাম। সেই উত্‍কল সিংহেরই দ্বারস্থ ওড়িশা সরকার। রবিবার একাধিক সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে পাতাজোড়া বিজ্ঞাপন।১৭ এপ্রিল বিজু পট্টনায়েকের ২০ তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষ্যেই বিজ্ঞাপন।বিজ্ঞাপনে কোন রাষ্ট্রনেতা বিজু পট্টনায়েক সম্পর্কে কী বলেছেন তার উল্লেখ রয়েছে।জওহরলাল নেহরু, জ্যোতি বসু কিংবা অটল বিহারী বাজপেয়ী। সকলের উদ্ধৃতি  ছাপা হয়েছে বিজ্ঞাপনে। ওড়িশায় বিজু জনতা দলের সরকার চলছে। কুর্সিতে বিজুরই ছেলে নবীন পট্টনায়ক। তাই বিজু পট্টনায়েকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যের তরফে বিজ্ঞাপন ছাপানোয় আপাত দৃষ্টিতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু, বর্তমান পরিপ্রেক্ষিত দিচ্ছে অন্য ব্যাখ্যা।

 মোদী ঝড় সামলাতে বিজু পট্টনায়েকের শরণাপন্ন ওড়িশার বিজেডি সরকার

ওয়েব ডেস্ক: বেঁচে উঠলেন বিজু পট্টনায়েক। মোদী ঝড় সামলাতে মহানায়কের শরণাপন্ন ওড়িশার BJD সরকার। একাধিক সংবাদপত্রে আজ তাঁকে নিয়েই পাতাজোড়া বিজ্ঞাপন। ক্ষমতা ধরে রাখতে নবীন পট্টনায়কের মরিয়া চেষ্টা। বিজয়ানন্দ পট্টনায়ক। সংক্ষেপে বিজু। যৌবনে ডাকাবুকো পাইলট। বহু কিংবদন্তির নায়ক। বয়সকালে দাপুটে রাজনীতিক। ছয়ের দশকে কংগ্রেসে ইন্দিরা গান্ধীকে চ্যালেঞ্জ জানানোই হোক বা সাতের দশকের জনতা আন্দোলনে যৌথ নেতৃত্ব। দামাল বিজু চিরকালই বেলাগাম। সেই উত্‍কল সিংহেরই দ্বারস্থ ওড়িশা সরকার। রবিবার একাধিক সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে পাতাজোড়া বিজ্ঞাপন।১৭ এপ্রিল বিজু পট্টনায়েকের ২০ তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষ্যেই বিজ্ঞাপন।বিজ্ঞাপনে কোন রাষ্ট্রনেতা বিজু পট্টনায়েক সম্পর্কে কী বলেছেন তার উল্লেখ রয়েছে।জওহরলাল নেহরু, জ্যোতি বসু কিংবা অটল বিহারী বাজপেয়ী। সকলের উদ্ধৃতি  ছাপা হয়েছে বিজ্ঞাপনে। ওড়িশায় বিজু জনতা দলের সরকার চলছে। কুর্সিতে বিজুরই ছেলে নবীন পট্টনায়ক। তাই বিজু পট্টনায়েকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যের তরফে বিজ্ঞাপন ছাপানোয় আপাত দৃষ্টিতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু, বর্তমান পরিপ্রেক্ষিত দিচ্ছে অন্য ব্যাখ্যা।

আরও পড়ুন ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি

ওড়িশা দখলের লক্ষ্যস্থির করেছে বিজেপি। ভুবনেশ্বরের রাস্তায় মোদীর রোড শো ঘিরে আম জনতার উন্মাদনা রীতিমতো চিন্তায় ফেলেছে বিজেপি বিরোধীদের । রাজনৈতিক মহল বলছে, মোদী ঝড় রুখতেই বিজু পট্টনায়েকের দেওয়াল খাড়া করার চেষ্টা করলেন নবীন পট্টনায়েক।বিজুর বিজ্ঞাপন যেন ওড়িশাবাসীকে নবীন পট্টনায়েকের বার্তা, ভরসা রাখুন বিজু জনতা দলেই। ওড়িশায় নির্বাচন দুহাজার উনিশ সালে। কিন্তু, গেরুয়া পালে হাওয়া  বিজেপিকে বেশ চনমনে করে তুলেছে।  বুঝেছেন ঝানু রাজনীতিক নবীন পট্টনায়েকও। এই অবস্থায় আর ঝুঁকি নিতে রাজি নন নবীন। পাল্টা প্রচারে নেমে পড়লেন তিনিও।

আরও পড়ুন উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের বিরুদ্ধেই FIR করল GRP

Read More