Home> দেশ
Advertisement

সঙ্গ দোষ! আজানের সময় ভাষণ থামাননি নীতীশ, অভিযোগ আরজেডির

মোদীর সঙ্গে হাত মেলানোর পর ধর্মনিরপেক্ষতা ভুলে গিয়েছেন নীতীশ কুমার, অভিযোগ আরজেডি-র।   

সঙ্গ দোষ! আজানের সময় ভাষণ থামাননি নীতীশ, অভিযোগ আরজেডির

নিজস্ব প্রতিবেদন: পটনায় সরকারি অনুষ্ঠানে আজান হলেও ভাষণ থামাননি নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ করল আরজেডি। লালুপ্রসাদের দলের নেতা শিবানন্দ তিওয়াড়ির দাবি, নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর পর ধর্মনিরপেক্ষতার প্রতি আর দায়বদ্ধতা নেই নীতীশ কুমারের।  

তাঁর অভিযোগ, আগে আজানের সময় ভাষণ থামিয়ে দিতেন নীতীশ। এখন বদলে গিয়েছেন তিনি। রাজধানীতে সেতু উদ্বোধনের অনুষ্ঠানের সময় পাশের মসজিদ থেকে আজান হচ্ছিল। তবে ভাষণ থামাননি নীতীশ কুমার। উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারের সময় খড়্গপুরে আজানের জন্য ভাষণ থামিয়েছিলেন নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন- বাঁশ আর গাছ নয়, ৯০ বছর পর আইন বদল মোদী সরকারের

আরজেডি নেতার অভিযোগ খারিজ করেছেন নীতীশের দল জেডিইউ-র মুখপাত্র নীরজ কুমার। তাঁর পাল্টা বক্তব্য, ভাগলপুরের দাঙ্গাকারীদের আশ্রয় দিয়েছিলেন শিবানন্দ তিওয়াড়ি। দোষীদের পাশে ছিলেন তিনি। 

Read More