Home> দেশ
Advertisement

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগীর পুলিসের লাঠি, বেধড়ক মারে আহত ৪ পড়ুয়া

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগীর পুলিসের লাঠি, বেধড়ক মারে আহত ৪ পড়ুয়া

ওয়েব ডেস্ক: সহপাঠীর শ্লীলতাহানির বিচারের দাবিতে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর বেধড়ক লাঠি চালাল উত্তর প্রদেশ পুলিস। শনিবার রাতে এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় ৪ পড়ুয়া আহত হয়েছেন। 

সহপাঠীর শ্লীলতাহানির প্রতিবাদে গত ৩ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভিতর শান্তিপূর্ণ অবস্থান করছিলেন ছাত্রছাত্রীরা। শনিবার রাতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিস। পুলিসের লাঠিতে ১ ছাত্রী ও ৩ ছাত্র আহত হয়েছে। 

আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর নির্দেশে সরল মহম্মদ আলি পার্কের 'অসুর ডাক্তার'

পুলিশের দাবি, রাতে উপাচার্যের বাড়ি ঢোকার চেষ্টা করছিল ছাত্ররা। পুলিস তাদের বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এর পরই লাঠি চালাতে বাধ্য হয় পুলিস। 

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে তিন বাইক আরোহী প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর অস্ত, উলটে বেশি রাতে ক্যাম্পাসের বাইরে থাকায় তাঁকেই উপদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

 

Read More