Home> দেশ
Advertisement

কেরিয়ার গড়তে হলে এই দশটি শহরই 'বেস্ট চয়েস'

ভারতের মত একটি উন্নয়নশীল দেশ যার জনসংখ্যা প্রায় ১৩০ কোটি ছুঁই ছুঁই করছে, সে দেশের ২৯টি রাজ্যের প্রতিটি ঘরে বেকারের দাবি একটাই, 'সবার জন্য কাজ, সবার হাতে কাজ'। এটা ঠিক যে অশিক্ষার আদি পর্ব থেকে ভারত এখন সব ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে অনেকটাই অগ্রসর হয়েছে। তবে যে হারে শিক্ষা বাড়ছে, ঠিক সেই অনুপাতে কী আদৌ বাড়ছে কর্মসংস্থান? আর যদি বেড়েও থাকে তাহলে একজন শিক্ষিত বেকার কী তাঁর 'যোগ্য পারিশ্রমিক' পাচ্ছেন? কেরিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার, কোন কোন রাজ্যের কোন কোন শহর শিক্ষিতের 'যোগ্য সম্মান' ও 'যোগ্য পারিশ্রমিক' দিতে সক্ষম হয়েছে। জেনে নিন তালিকা-        

কেরিয়ার গড়তে হলে এই দশটি শহরই 'বেস্ট চয়েস'

ওয়েব ডেস্ক: ভারতের মত একটি উন্নয়নশীল দেশ যার জনসংখ্যা প্রায় ১৩০ কোটি ছুঁই ছুঁই করছে, সে দেশের ২৯টি রাজ্যের প্রতিটি ঘরে বেকারের দাবি একটাই, 'সবার জন্য কাজ, সবার হাতে কাজ'। এটা ঠিক যে অশিক্ষার আদি পর্ব থেকে ভারত এখন সব ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে অনেকটাই অগ্রসর হয়েছে। তবে যে হারে শিক্ষা বাড়ছে, ঠিক সেই অনুপাতে কী আদৌ বাড়ছে কর্মসংস্থান? আর যদি বেড়েও থাকে তাহলে একজন শিক্ষিত বেকার কী তাঁর 'যোগ্য পারিশ্রমিক' পাচ্ছেন? কেরিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার, কোন কোন রাজ্যের কোন কোন শহর শিক্ষিতের 'যোগ্য সম্মান' ও 'যোগ্য পারিশ্রমিক' দিতে সক্ষম হয়েছে। জেনে নিন তালিকা-        

১. বেঙ্গালুরু
২. দিল্লি 
৩. হায়দরাবাদ
৪. মুম্বই 
৫. চণ্ডীগড়  
৬. গুরগাও
৭. চেন্নাই 
৮. নয়ডা
৯. পুনে
১০. আমেদাবাদ 

এই প্রথম দশের তালিকায় নেই ভারতের মেট্রো সিটিগুলোর মধ্যে অন্যতম একটি মহানগর কলকাতা।

Read More