Home> দেশ
Advertisement

নোট বাতিলের জের, ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর সিদ্ধান্ত একাধিক ব্যাঙ্কের!

নোট বাতিলের জের এবার ফিক্সড ডিপোজিটের সুদে। সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল একাধিক ব্যাঙ্ক। সুদের হার কমছে এক শতাংশ পর্যন্ত। দশমিক ২৫ শতাংশ পর্যন্ত সুদ কমিয়েছে ICICI, HDFC ব্যাঙ্ক। স্বল্প মেয়াদী FD-তে ১% সুদ কমিয়েছে UBI। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। প্রচুর পরিমাণ টাকা জমার জেরেই এই সিদ্ধান্ত নিল একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।

 নোট বাতিলের জের, ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর সিদ্ধান্ত একাধিক ব্যাঙ্কের!

ওয়েব ডেস্ক: নোট বাতিলের জের এবার ফিক্সড ডিপোজিটের সুদে। সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল একাধিক ব্যাঙ্ক। সুদের হার কমছে এক শতাংশ পর্যন্ত। দশমিক ২৫ শতাংশ পর্যন্ত সুদ কমিয়েছে ICICI, HDFC ব্যাঙ্ক। স্বল্প মেয়াদী FD-তে ১% সুদ কমিয়েছে UBI। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। প্রচুর পরিমাণ টাকা জমার জেরেই এই সিদ্ধান্ত নিল একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।

আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র

অন্যদিকে, টাকা তোলায় নিয়ন্ত্রণ সম্পূর্ণ বেআইনি । কেন্দ্রকে এই ভাষাতেই বিঁধলেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন  সিনেমার মতোই সত্যিই সত্যিই চিনের রাস্তায় বেবি বিঙ্ক!

Read More