Home> দেশ
Advertisement

নাম বদল হচ্ছে অযোধ্য বিমানবন্দরের, সিদ্ধান্ত যোগী মন্ত্রিসভায়

রাজ্য সরকার সূত্রে খবর, অযোধ্যা বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের। এর জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  ২০২১ সাল

 নাম বদল হচ্ছে অযোধ্য বিমানবন্দরের, সিদ্ধান্ত যোগী মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদন: জল্পনা আগে থেকেই ছিল। এবার সিদ্ধান্ত নিয়ে নিল যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা।

উত্তরপ্রদেশে অযোধ্যা বিমান বন্দরের নাম বদল হচ্ছে। নতুন নামকরণ হচ্ছে শ্রীরামের নামে। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অযোধ্য বিমানবন্দরের নতুন নাম হবে 'মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর'।

আরও পড়ুন-দোষী সাব্যস্ত হলে ৫ বছর জেল, 'লভ জিহাদ' রুখতে কড়া অর্ডিন্যান্স আনল যোগী সরকার

সংবাদসংস্থা সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম শ্রীরামের নামে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নতুন নাম হবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব পাস করান হবে এবং তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে।

আরও পড়ুন-নির্বাচন ঘোষণা না হতেই পদ্ম চিহ্নে ভোট প্রার্থনা করে পোস্টার দিল বিজেপি, হইচই রায়গঞ্জে

এদিকে, রাজ্য সরকার সূত্রে খবর, অযোধ্যা বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের। এর জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  ২০২১ সাল। রাজ্যের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানান, রাম মন্দির তৈরি হয়ে গেলে দেশ ও বিদেশের বহু পর্যটক অযোধ্যায় আসবেন।  তাই বিমান বন্দরও হবে আন্তর্জাতিক মানের।

Read More