Home> দেশ
Advertisement

কোভিড-আবহেই থাবা থেকে ক্রমশ নখ বের করছে বার্ড ফ্লু, সতর্ক কেন্দ্র

দিল্লিতে জারি হয়েছে সতর্কতা।

কোভিড-আবহেই থাবা থেকে ক্রমশ নখ বের করছে বার্ড ফ্লু, সতর্ক কেন্দ্র
Updated: Jan 10, 2021, 01:26 PM IST

নিজস্ব প্রতিবেদন: দেখতে-দেখতে সাতটি রাজ্যে মিলল বার্ড ফ্লু-র নমুনা। পাখিমৃত্যু দেখলেই ছড়াচ্ছে আতঙ্ক। কেন্দ্র সরকার দ্রুত সতর্কতা জারি করেছে। যে কোনও ভাবে হোক রুখতে হবে বার্ড ফ্লু সংক্রমণ, রাজ্যগুলিকে এই মর্মেই নির্দেশিকা দিয়েছে কেন্দ্র।

ইতিমধ্যেই বার্ড ফ্লু (bird flu)ছড়িয়েছে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং উত্তর প্রদেশ (Kerala, Rajasthan, Madhya Pradesh, Himachal Pradesh, Haryana and Gujarat, Uttar Pradesh)। 

দিল্লিতে ফ্লু-আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে গাজিপুর পোল্ট্রি মার্কেট (poultry market at Ghazipur)। মধ্যপ্রদেশে সাতাশটি জেলা মিলিয়ে প্রায় ১,১০০টি কাক মরেছে। ছত্তিশগঢ়েও মুরগি ও অন্যান্য পাখি মরার খবর এসেছে। মহারাষ্ট্রের পরভানি জেলায় প্রায় ৯০০ মুরগি মারা পড়েছে। কেরলে সংক্রমিত এলাকা থেকে পাখি সংগ্রহের কাজ চলছে। 

সব মিলিয়ে কোভিড-আবহে রাজ্যে রাজ্যে লড়াই শুরু হয়েছে বার্ড ফ্লু নিয়েও। 

Also Read: বার্ড ফ্লু-আতঙ্ক দিল্লিতেও, বন্ধ হল গাজিপুর পোল্ট্রি মার্কেট