Home> দেশ
Advertisement

হরিদ্বারে গঙ্গায় ভাসানো হল অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম

এদিন দিল্লির স্মৃতি স্থল থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর চিতাভস্ম সংগ্রহ করেন তাঁর মেয়ে নমিতা। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখান থেকে হরিদ্বারে পৌঁছন তাঁরা। 

হরিদ্বারে গঙ্গায় ভাসানো হল অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম

নিজস্ব প্রতিবেদন: মৃত্যুর ৪ দিনের মাথায় হরিদ্বারে গঙ্গায় ভাসানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম। রবিবার হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে চিতাভস্ম ভাসান তাঁর মেয়ে নমিতা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। 

fallbacks

এদিন দিল্লির স্মৃতি স্থল থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর চিতাভস্ম সংগ্রহ করেন তাঁর মেয়ে নমিতা। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখান থেকে হরিদ্বারে পৌঁছন তাঁরা। 

প্রধানমন্ত্রী হয়েই মোদীর পথে হাঁটলেন ইমরান খান

 

হরিদ্বারে পৌঁছে অস্থিকলস রাখা হয় পান্না লাল ভল্লা মিউনিলিপাল ইন্টার কলেজে। সেখান থেকে শুরু হয় অস্থি কলস যাত্রা। কলস পৌঁছয় প্রেম আশ্রমে। সেখান থেকে হর কি পৌড়ি ঘাটে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসানো হয় অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম। 

fallbacks

অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জনের কর্মসূচি আগেই প্রকাশ করেছিল বিজেপি। সূচি অনুসারে, হরিদ্বারে চিতাভস্ম ভাসানোর পর গোটা দেশে বিভিন্ন নদীতে ভাসানো হবে চিতাভস্ম। চিতাভস্ম ভাসানো হবে গঙ্গাসাগরেও। 

গত ১৬ অগাস্ট বিকেল ৫.০৫ মিনিটে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার দিল্লির স্মৃতি স্থল শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

Read More