Home> দেশ
Advertisement

শুধু নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দেশ ছেড়ে পালিয়েছেন ৩১ জন

লোকসভায় লিখিতভাবে নামের তালিকা দিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবর। 

শুধু নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দেশ ছেড়ে পালিয়েছেন ৩১ জন

নিজস্ব প্রতিবেদন: নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দুর্নীতি করে বিদেশে পাড়ি দিয়েছেন ৩১ জন ভারতীয়। বৃহস্পতিবার লোকসভায় ৩১ জনের নামের তালিকা দেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবর। ওই তালিকায় নাম রয়েছে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির। 

এমজে আকবরের দেওয়া তালিকায় নাম রয়েছে নীরব মোদীর স্ত্রী অ্যামি নীরব মোদী, ছেলে নীশাল মোদী এবং বিজয় মালিয়া, ললিত মোদী ও সঞ্জয় ভান্ডারির। তবে কবে থেকে তাঁরা দেশছাড়া, তা উল্লেখ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আকবর বলেন,''বিজয় মালিয়া, আশিস জোবানপুত্র, পুস্পেশ কুমার বেদ, সঞ্জয় কালরা, বর্ষা কালরা ও আরতি কালরার প্রত্যর্পণের আবেদন করেছে সিবিআই। সংশ্লিষ্ট দেশগুলিতে তা পাঠানো হয়।ইচ্ছাকৃত ঋণখেলাপকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সংসদে 'পলাতক আর্থিক অপরাধী ২০১৮' বিল আনার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। 

আরও পড়ুন- যানের সর্বোচ্চ গতি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের

Fugitive Economic Offenders Bill, 2018 বিল আইনে পরিণত হলে ঋণখেলাপকারীদের দেশে-বিদেশে সম্পত্তি বেচে অর্থ জোগাড় করতে পারবে ব্যাঙ্কগুলি।

আরও পড়ুন- গোটা দেশের চেয়েও পশ্চিমবঙ্গে অধিক হারে বাড়ছে আরএসএস  

Read More