Home> দেশ
Advertisement

অশান্ত অসম, নাগাল্যান্ড সীমান্তে পুলিসের গুলিতে মৃত ৩

এখনও অশান্ত অসম। নাগাল্যান্ড সীমানা সংলগ্ন গোলাঘাটে পুলিসের গুলিতে বুধবার মৃত্যু হয়েছে আরও তিনজনের। জখম হয়েছেন ছজন। ঘটনার পরই অনির্দিষ্টকালের কার্ফু জারি হয়েছে গোলাঘাটে। ফ্ল্যাগমার্চ করেছে সেনাবাহিনী।

অশান্ত অসম, নাগাল্যান্ড সীমান্তে পুলিসের গুলিতে মৃত ৩

গুয়াহাটি: এখনও অশান্ত অসম। নাগাল্যান্ড সীমানা সংলগ্ন গোলাঘাটে পুলিসের গুলিতে বুধবার মৃত্যু হয়েছে আরও তিনজনের। জখম হয়েছেন ছজন। ঘটনার পরই অনির্দিষ্টকালের কার্ফু জারি হয়েছে গোলাঘাটে। ফ্ল্যাগমার্চ করেছে সেনাবাহিনী।

হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। এই অভিযোগে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ইস্তফার দাবি জানিয়েছে বিরোধীরা। রাজ্যে শান্তি ফেরাতে কেন্দ্রের কাছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য বিজেপি আধা সেনার পরিবর্তে অশান্ত গোলাঘাটে অসম রাইফেলস মোতায়েনের দাবি জানিয়েছে। পুলিসের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর প্রতিবাদে আজ অসম গণ পরিষদের ডাকে বারো ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে। বুধবার অসম ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Read More