Home> দেশ
Advertisement

অপরিবর্তির রেপো রেট, কমল GDP! RBI-এর সিদ্ধান্তে ধস শেয়ার বাজারে

NSE Nifty 50 ইন্ডেক্স দিনের শেষে বন্ধ হল ০.১% অর্থাৎ ১৫, ৬৭০ পয়েন্টে। S&P সেনসেক্স পড়ল ০.২৫ শতাংশ।

অপরিবর্তির রেপো রেট, কমল GDP! RBI-এর সিদ্ধান্তে ধস শেয়ার বাজারে

নিজস্ব প্রতিবেদন: দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং নগদ যোগান ঠিক রাখতে শুক্রবার আর্থিক নীতি নির্ধারণ কমিটি (এমপিসি)-র বৈঠকে রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের প্রভাব পড়ল শেয়ার বাজারে।  শুক্রবার মার্কেট বন্ধ হল নিম্মমুখী গ্রাফ নিয়ে। 

NSE Nifty 50 ইন্ডেক্স দিনের শেষে বন্ধ হল ০.১% অর্থাৎ ১৫, ৬৭০ পয়েন্টে। S&P বশে সেনসেক্স পড়ল ০.২৫ শতাংশ। দিনের শেষে বন্ধ হল ৫২,১০০.০৫ তে। গত কয়েক সপ্তাহ ধরেই উর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। প্রতিটি ইন্ডেক্সে ১ শতাংশ করে বৃদ্ধি হয়েছিল। 

আরও পড়ুন, রেপো রেট অপরিবর্তি রাখল RBI, চলতি অর্থবর্ষে কমবে GDP

বিশ্বের ডলারের মূল্যের প্রেক্ষিতে ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম হল ৭২.৯৯ টাকা। বিশেষজ্ঞরা বলেছেন যে মার্কেটে শ্রীবৃদ্ধি হতে পারে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রিজার্ভ ব্যাঙ্কের বৈঠকটিতে। তবে আর্থিক ক্ষেত্র স্থিতিশীল করার ভাবনাতেই এগোনো হচ্ছে, যা আগামীর জন্য অর্থবহ হতে পারে। 

এদিকে, রেপো রেটের পাশাপাশি আর্থিক বৃদ্ধির পূর্বাভাসেও কাটছাঁট করেছে আরবিআই। ২০২১-২২ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ। আগে চলতি বছরে ১০.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আরবিআই।

খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪.২৯ শতাংশে, যা গত তিন মাসে সবচেয়ে কম। চলতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More