Home> দেশ
Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণে জোরাল সওয়াল অরবিন্দ পাঙ্গারিয়ার

পিএনবিকাণ্ডের মতো দুর্নীতি ঠেকাতে বেসরকারিকরণই দাওয়াই পাঙ্গারিয়ার।  

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণে জোরাল সওয়াল অরবিন্দ পাঙ্গারিয়ার

নিজস্ব প্রতিবেদন: এসবিআই ছাড়া বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণে জোর সওয়াল করলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পাঙ্গারিয়া। তাঁর মতে, ২০১৯ সালে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েছে, তাদের এই প্রস্তাব নির্বাচনী ইস্তেহারে দেওয়া উচিত। তাঁর যুক্তি, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলেই ঋণখেলাপির দুর্নীতি রোখা ও অনুত্পাদক সম্পত্তির বোঝা লাঘব করা যাবে। 

 সাম্প্রতিক পিএনবি ব্যাঙ্ক দুর্নীতি প্রসঙ্গে পাঙ্গারিয়া বলেন, ''আমার দৃঢ় বিশ্বাস, এসবিআই ছাড়া বাকি ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইস্তেহারে থাকা উচিত।'' প্রথিতযশা এই অর্থনীতিবিদ মনে করেন, প্রচুর আমানত থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বাজারমূল্য পড়তির দিকে।   

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামাজিক উদ্দেশ্য নিয়ে যুক্তিও অসার বলেও মত অরবিন্দ পাঙ্গারিয়ার। তাঁর ব্যাখ্যা, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির চেয়ে অনেক ভাল কাজ করে বেসরকারি ব্যাঙ্কগুলি। গ্রাহকদের ঋণ দেওয়াই তাদের অগ্রাধিকার। 

আরও পড়ুন- বাম থেকে রাম হতেই ত্রিপুরা বিধানসভায় প্রথমবার 'জনগণমন'

Read More