Home> দেশ
Advertisement

মোদীর সঙ্গে সাক্ষাত কেজরির, দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবি, শপথে হয়তো নেই প্রধানমন্ত্রী

মোদীর সঙ্গে সাক্ষাত কেজরির, দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবি, শপথে হয়তো নেই প্রধানমন্ত্রী

 

ওয়েব ডেস্ক: মোদীর কাছে প্রথম সাক্ষাতেই দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানালেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানান দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রীর বাড়িতে চা-য়ের আসরে আমন্ত্রিত ছিলেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী। আপ নেতা মনিশ শিসোদিয়াকে সঙ্গে নিয়ে সেভেন রেসকোর্স রোডে যান কেজরিওয়াল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী হয়তো কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না।

বৈঠকের পর বাইরে বেরিয়ে মনিশ সিসোদিয়া বলেন, কেন্দ্রে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দিল্লিতে আপ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সুযোগেই আমরা দিল্লিকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছি।

সূত্রে খবর আপ-এর অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মনীশ সিসোদিয়া সম্ভবত দিল্লির উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।

দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬৭টিই দখল করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আপ-এর ল্যান্ড স্লাইড ভিক্ট্রি একপ্রকার নিশ্চিত হয়ে যাওয়ার পর কেজরিওয়ালকে নিজে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরিওয়ালকে সবধরণের কেন্দ্রীয় সাগায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন কেজরিওয়াল ও আপের শীর্ষ নেতারা।

এদিকে, কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি জোরকদমে চলছে।

Read More