Home> দেশ
Advertisement

উত্তর-পূর্ব দখল করতে বাংলাদেশি ঢোকাচ্ছে পাকিস্তান, বললেন সেনাপ্রধান

উত্তর-পূর্বে জনসংখ্যার বিন্যাসের আমূল পরিবর্তন নিয়ে উদ্বেগপ্রকাশ বিপিন রাওয়াতের। 

উত্তর-পূর্ব দখল করতে বাংলাদেশি ঢোকাচ্ছে পাকিস্তান, বললেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্বে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যার জন্য পাকিস্তান ও চিনকে দায়ী করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। নয়া দিল্লিতে সেনার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ''মূলত দু'টি কারণে লোকজন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। প্রথমত, জনবিস্ফোরণের ফলে বসতির স্থান সংকুলান হচ্ছে না বাংলাদেশে। দ্বিতীয়ত, বর্ষায় সেদেশের বেশিরভাগ এলাকা ভেসে যায়। ফলে বাস্তুচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বহু মানুষ।'‍'

উত্তর-পূর্বে জনসংখ্যার বিন্যাসের আমূল পরিবর্তন নিয়ে উদ্বেগপ্রকাশ করে সেনাপ্রধান বলেন, ''পরিকল্পনা করেই ভারতে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে আমাদের পশ্চিমের পড়শি (পাকিস্তান)। ছায়াযুদ্ধের মাধ্যমে এলাকা দখলের ছক রয়েছে তাদের। ছায়াযুদ্ধে পশ্চিমের প্রতিবেশীকে সাহায্য করছে উত্তরের পড়শি (চিন)।'' বিপিন রাওয়াতের কথায়,''বিজেপির থেকেও দ্রুতগতিতে উত্থান হচ্ছে এআইইউডিএফ-এর।'' অসমে মূলত মুসলিমদের সমর্থনপুষ্ট এই সংগঠন।

সেনাপ্রধানের কথায়, ''উন্নয়ন উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ ইস্যু। উত্তর-পূর্বের মানুষের সঙ্গে ভারতের অন্যান্য এলাকার মানুষের সহাবস্থান জরুরি। সঠিক দিশায় কাজ করছে কেন্দ্রীয় সরকার। উন্নয়নের মাধ্যমে ওই অংশের মানুষদের সন্তুষ্ট করা সম্ভব হবে।'' 

আরও পড়ুন- দেশের প্রথম মহিলা চালিত স্টেশন হল গান্ধীনগর

Read More