Home> দেশ
Advertisement

আজ মধ্যরাতে GST উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট

আজ রাত ১২টায় ঘণ্টাধ্বনির মাধ্যমে সূচনা হতে চলেছে GST-র। এক দেশ এক কর। স্বাধীনতার ৫০ বছর পূর্তির পর, আবার বড় মাপের কোনও অনুষ্ঠান হতে চলেছে সংসদ ভবনের সেন্ট্রাল হলে। যদিও, GST-র বিরোধিতায় সংসদ ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামদলগুলি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ পাঠানো হলে, তিনিও তা ফিরিয়ে দিয়েছেন। তবে, এসবের পরেও বলা বাহুল্য আজ মধ্যরাতে সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক অভ্যাগতদের তালিকাটি-

আজ মধ্যরাতে GST উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট

ওয়েব ডেস্ক : আজ রাত ১২টায় ঘণ্টাধ্বনির মাধ্যমে সূচনা হতে চলেছে GST-র। এক দেশ এক কর। স্বাধীনতার ৫০ বছর পূর্তির পর, আবার বড় মাপের কোনও অনুষ্ঠান হতে চলেছে সংসদ ভবনের সেন্ট্রাল হলে। যদিও, GST-র বিরোধিতায় সংসদ ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামদলগুলি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ পাঠানো হলে, তিনিও তা ফিরিয়ে দিয়েছেন। তবে, এসবের পরেও বলা বাহুল্য আজ মধ্যরাতে সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক অভ্যাগতদের তালিকাটি-

- রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- উপরাষ্ট্রপতি হামিদ আনসারি
- লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন
- প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া
- সুরসম্রাজ্ঞী ও সাংসদ লতা মঙ্গেশকর
- প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা
- অমিতাভ বচ্চন
- রতন টাটা
- পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল
- ন্যাশনাল কনফারেন্স নেতা আব্দুল রহিম
-সুশীল কুমার মোদী
- রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল
- RBI-এর প্রাক্তন গভর্নর বিমল জালান, ওয়াই ভি রেড্ডি ও ডি সুব্বারাও
- কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল শশীকান্ত শর্মা, প্রাক্তন CAG বিনোদ রাই ও টি এন চতুর্বেদী
- CVC কে ভি চৌধুরী
- মেট্রো ম্যান ই শ্রীধরন
- মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি
- নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়া
- এডিটর এস গুরুমূর্তি
- কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন
- UPSC চেয়ারম্যান ডেভিড সিয়েমলিহ
- CBEC চেয়ারম্যান ভনাজা এন সর্না
- CBDT চেয়ারম্যান সুশীল চন্দ্র
- আইন বিশেষজ্ঞ সোলি সোরাবজি, কে কে বেণুগোপাল ও হরিশ সালভে
- বণিকসভা FICCI, CII, অ্যাসোচামের প্রতিনিধিরা
- GST পর্ষদের সদস্যরা

আরও পড়ুন, নিশ্চিন্ত থাকুন! আধারের সঙ্গে লিংক না করলেও, আপনার PAN কার্ডটি বাতিল হচ্ছে না

Read More