Home> দেশ
Advertisement

আজ বিশ্বের সব শেয়ার বাজারের রঙ লাল

তিন বছরে ওয়াল স্ট্রিটের সবথেকে মন্দা সময় ২০১৫, অগাস্ট মাস। অন্যদিকে ইউরোপ শেয়ার বাজারে পতন অব্যাহত। আর ফের তার আঁচ পড়ল ভারতের শেয়ার বাজারেও।

আজ বিশ্বের সব শেয়ার বাজারের রঙ লাল

ওয়েব ডেস্ক: তিন বছরে ওয়াল স্ট্রিটের সবথেকে মন্দা সময় ২০১৫, অগাস্ট মাস। অন্যদিকে ইউরোপ শেয়ার বাজারে পতন অব্যাহত। আর ফের তার আঁচ পড়ল ভারতের শেয়ার বাজারেও।

অগাস্ট মাসে চিনের আর্থিক মন্দা ও মার্কিন মুলুকে অপরিশোধিত তেলের দাম কমায়  সেনসেক্স বার বার মুখ থুবড়ে পড়েছে।  তার জের কিছুটা কাটিয়ে উঠলেও আজ ফের জ্ঞান হারাল বম্বে স্টক এক্সচেঞ্জ। নিফটির শক্ত ধাপ ৭৮০০ ভেঙে পড়ে। ব্যাঙ্ক ডাউন ৪ শতাংশ।

তবে আজকে ভারতের শেয়ার বাজার পতনের একমাত্র কারণ বিশ্বের সব শেয়ার বাজারই মুখ থুবড়ে পড়েছে। ২ শতাংশ নিচে ডাউ জোনস ফিউচার বাজার খোলে। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক দেশ, চিনে সব ডেটা খারাপ আসায় বিশ্ব বাজারে বার বার প্যানিক তৈরি হচ্ছে, আর এই কারণে দালাল স্ট্রিটে ধস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More