Home> দেশ
Advertisement

বিতর্কের মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের, গিলানি ছাড়া মুক্ত অন্য হুরিয়ত নেতারা

মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের। বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুক, আব্বাস আনসারি ও ইয়াসিন মালিককে ছেড়ে দিল মুফতি সরকার। রবিবার দিল্লিতে ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। সেই বৈঠকে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিককে আমন্ত্রণ জানায় পাকিস্তান।

বিতর্কের মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের, গিলানি ছাড়া মুক্ত অন্য হুরিয়ত নেতারা

ব্যুরো: মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের। বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুক, আব্বাস আনসারি ও ইয়াসিন মালিককে ছেড়ে দিল মুফতি সরকার। রবিবার দিল্লিতে ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। সেই বৈঠকে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিককে আমন্ত্রণ জানায় পাকিস্তান।

আগামিকাল তাঁদের দিল্লি পৌছনোর কথা। তার আগেই আজ বিচ্ছিন্নতাবাদী নেতাদের গৃহবন্দি করায় জম্মু-কাশ্মীর সরকারের দিকে আঙুল ওঠে। যদিও, ঘণ্টা দুয়েক গৃহবন্দি রাখার পরই তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়। চরমপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি অবশ্য আগে থেকেই গৃহবন্দি। তাঁকে ছাড়া হয়নি।

Read More