Home> দেশ
Advertisement

সৌদি আরবের আকাশপথ দিয়ে সরাসরি তেল আভিভে পৌঁছল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি থেকে সরাসরি তেল আভিভ। সময় বাঁচবে ২ ঘণ্টা ১০ মিনিট।

সৌদি আরবের আকাশপথ দিয়ে সরাসরি তেল আভিভে পৌঁছল এয়ার ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন:  সরাসরি নয়াদিল্লি থেকে ইজরায়েলের তেল আভিভ পৌঁছে ইতিহাস গড়ল এয়ার ইন্ডিয়ার উড়ান। শুরু হল ভারত-ইজরায়েলের সম্পর্কের নতুন অধ্যায়। আর সরাসরি ইজরায়েল পৌঁছতে সৌদির আকাশপথ ব্যবহার করল এয়ার ইন্ডিয়া।  

স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে  তেল আভিভের বেন গ্যুরিয়েন বিমানবন্দরে অবতরণ করে AI 139। ইজরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভা লেভিন বলেন, ''এটা ঐতিহাসিক মুহূর্ত। নতুন যুগের সূচনা হল। আশা করি, প্রচুর ভারতীয় পর্যটক আসবেন আমাদের দেশে। ইজরায়েলিরাও ঘুরতে যাবেন ভারতে।'' সরাসরি উড়ান দুদেশের সম্পর্ক আরও গভীর করবে বলে মনে করেন লেভিন।

সৌদি আরবের আকাশপথ দিয়ে সরাসরি ইজরায়েলে পৌঁছে গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এতদিন ইজরায়েলে পৌঁছনোর জন্য আকাশপথ ব্যবহারের অনুমতি দিত না সৌদি। ইজরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে অনীহা সৌদি আরব-সহ ইসলামিক দেশগুলির। ফলে সৌদির আকাশপথ ব্যবহার কেন্দ্রের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। সৌদি আরবের অনুমতি মেলার ফলে নয়াদিল্লি থেকে ইজরায়েল পৌঁছতে ২ ঘণ্টা ১০ মিনিট সময় বাঁচবে।     

আরও পড়ুন- ২০১৯ সালে মোদীকে ফেরাতে উত্তর-পূর্বে জোর অমিতের

Read More