Home> দেশ
Advertisement

আজই AIDMK-র দীপাবলি

সকাল থেকেই তামিলনাডুর বেশিরভাগ মন্দিরের সামনে  লম্বা লাইন। জে জয়ললিতার জন্য পুজো। তবে কী প্রার্থণার জেরেই তিন সপ্তাহ পরে শ্রীঘর থেকে মুক্তি পেলেন আম্মা!

আজই AIDMK-র দীপাবলি

বেঙ্গালুরু: সকাল থেকেই তামিলনাডুর বেশিরভাগ মন্দিরের সামনে  লম্বা লাইন। জে জয়ললিতার জন্য পুজো। তবে কী প্রার্থণার জেরেই তিন সপ্তাহ পরে শ্রীঘর থেকে মুক্তি পেলেন আম্মা!

দুপুরের দিকে শীর্ঘ আদালত রায় দিল, ছাড়া পাচ্ছেন আম্মা। নিউজ চ্যানেলের পর্দায় যখন নিউজ ফ্ল্যাশ ভেসে উঠল তখনই সমর্থকরা বলাবলি , ""আজই আমাদের দীপাবলি। ''  দেশেপ্রথম সারির আইনজীবী ফালি নারিমন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার হয়ে সওয়াল করেছেন। আইনই মারপ্যাচ থেকে আম্মাকে বের করে আনতে সর জোর দিয়েছিল AIDMK। সেই কারণেই আজ স্বস্তি শিবিরে।

তবে ৬৬ বছরের রাজনীতিবীদ আজই জেল থেকে ছাড়া পাবেন কী না, তা নির্ভর করছে কত দ্রুত আইনী কাজ সারা হবে। আয় বহির্ভুত সম্মতি রাখার মামলায় ২৭ সেপ্টেম্বর চার বছরের সাজা শোনায় আদালত। আম্মাকে আনতে ইতিমধ্যেই ছয় মন্ত্রী উড়ে গিয়েছেন বেঙ্গালুরুতে।

 

Read More