Home> দেশ
Advertisement

আবারও 'ঐতিহাসিক ভুল'! আজ পলিটব্যুরোয় কী ঠিক হবে বাম-কং জোটের ভবিষ্যত?

জোটের ভবিষ্যত্ কোন পথে? এখন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই আজ বৈঠকে বসছে সিপিএম পলিটব্যুরো। গতকাল শেষ হয়েছে সিপিএমের দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোট নিয়ে আলোচনায় অংশ নেন ৭৩ জন সদস্য।

আবারও 'ঐতিহাসিক ভুল'! আজ পলিটব্যুরোয় কী ঠিক হবে বাম-কং জোটের ভবিষ্যত?

ওয়েব ডেস্ক: জোটের ভবিষ্যত্ কোন পথে? এখন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই আজ বৈঠকে বসছে সিপিএম পলিটব্যুরো। গতকাল শেষ হয়েছে সিপিএমের দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোট নিয়ে আলোচনায় অংশ নেন ৭৩ জন সদস্য।

 

কেরল লবিকে ধরে যাদের বেশিরভাগই জোট বিরোধী। পশ্চিমবঙ্গের ১৭ জন কেন্দ্রীয় কমিটির সদস্যদের দুজন বাদ দিয়ে সকলেই বার বার বোঝানোর চেষ্টা করেছেন জোটের প্রয়োজনীয়তা। যদিওকোনও যুক্তিই মানতে নারাজ প্রকাশ কারাট গোষ্ঠী। তাঁদের জোরালো দাবি, ভোট করে নির্ধারণ হোক বাংলায় জোটের ভবিষ্যত। কেরল লবির যুক্তি, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত হিস্টোরিকাল ব্লান্ডার। মধ্যপন্থা অবলম্বন করেও বিবাদমান দুই শিবিরকে এক জাগায় করতে কার্যত ব্যর্থ হন সীতারাম ইয়েচুরিরা। আজ সকালে দিল্লিতে বৈঠকে বসছে পলিটব্যুরো। সেখানেই জোটের ভবিষ্যত নিয়ে আলোচনা হওয়ার কথা।

Read More