Home> দেশ
Advertisement

কথা রাখেনি মা, শাশুড়ির কিডনিতে নতুন জীবন পেলেন কবিতা

পুত্রবধূর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করলেন শাশুড়ি। নিজের মা প্রতিশ্রুতি দিয়েও পরে পিছিয়ে যাওয়ায় শাশুড়ির কিডনিতেই নতুন জীবন পেলেন উত্তম নগরের ৩৬ বছরের কবিতা রানি।

কথা রাখেনি মা, শাশুড়ির কিডনিতে নতুন জীবন পেলেন কবিতা

ওয়েব ডেস্ক: পুত্রবধূর জীবন বাঁচাতে নিজের কিডনি দান করলেন শাশুড়ি। নিজের মা প্রতিশ্রুতি দিয়েও পরে পিছিয়ে যাওয়ায় শাশুড়ির কিডনিতেই নতুন জীবন পেলেন উত্তম নগরের ৩৬ বছরের কবিতা রানি।

কবিতার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ায় তার মা প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিডনি দান করার। কবিতা জানান, "সব পরিকল্পনা হয়ে গিয়েছিল। আমার মা নিজের কিডনি দিয়ে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু হঠাত্ই তিনি পিছিয়ে যান। আমি ভেঙে পড়েছিলাম। তখনই আমার শাশুড়ি আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন।" ৬৫ বছরের বিমলার শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। এরপর গত ২৩ জুন বিএলকে সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রপচার হয় বিমলার।

প্রতিস্থাপনের পর এখন সম্পূর্ণ সুস্থ কবিতা ঝাপসা চোখে জানালেন, "শাশুড়িই এখন আমার মা।"
 

 

Read More