Home> দেশ
Advertisement

নাগরিক পরিষেবার জন্যই মোবাইলে আধার যোগ প্রয়োজন, জানাল কেন্দ্র

নাগরিক পরিষেবার জন্যই মোবাইলে আধার যোগ প্রয়োজন, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগের আরও তিন সহজ উপায় বাতলে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানান, ওটিপি, আইভিআরএস এবং মোবাইল অ্যাপলিকেশন-এই তিন পদ্ধতি অবলম্বন করে আগের থেকে তুলনায় সহজ উপায়ে মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করা যাবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার বেসরকারি সমস্ত টেলিকমিউনিকেশন সংস্থাকে নির্দেশ দেয়, প্রয়োজনে তারা যেন ঘরে ঘরে পৌঁছে মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগের বন্দোবস্ত করে। বিশেষ করে প্রতিবন্ধকতা রয়েছে এমন নাগরিক এবং প্রবীনদের মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগের ব্যবস্থার উপর বিশেষ নজরও দিয়েছে টেলিকম দফতর। সূত্রের খবর, যারা এখনও পর্যন্ত আধার কার্ড পাননি তাদের জন্য খুব শীঘ্রই একটি নতুন পদ্ধতি নিয়ে আসবে সরকার। প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে আধারের বদলে পাসপোর্টের মাধ্যমে এই কর্ম সম্পাদিত হবে বলেও জানিয়েছে কেন্দ্র।    

আরও পড়ুন- আধার না থাকলেও গরিবদের দিতে হবে রেশন, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

বুধবার টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, ভারতের প্রায় ৫০ কোটি উপভোক্তা ইতিমধ্যেই মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ সম্পন্ন করেছে। এদিনে মোবাইল নম্বরে আধার যোগের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে মন্ত্রী মনোজ সিনহা বলেন, "সরকারের সকল পরিষেবা সম্পর্কে নাগরিককে সর্বতভাবে ওয়াকিবহল করতেই আধার পরিকাঠামো তৈরি করা হয়েছে। সরকার দায়িত্ব নিয়ে নাগরিকের কর্মসময় সঞ্চয়ে উদ্যোগী হয়েছে। লম্বা লাইনে দাঁড়িয়ে শক্তিক্ষয় করে নাগরিককে সরকারের পরিষেবা জানতে হবে না, সরকার নিজেই তা জানাবে।"   

আরও পড়ুন- স্যানিটারি ন্যাপকিনে ১২% জিএসটি কেন? মোদীকে প্রশ্ন কালকির

Read More