Home> দেশ
Advertisement

রানাঘাট কাণ্ড-প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ, ঝড় উঠল লোকসভায়

রানাঘাটের কনভেন্টে সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রকের পর এবার রাজ্যের রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর। দুষ্কৃতীরা ধরা না পড়ায় আজ লোকসভাতেও কোণঠাসা হয়ে পড়ে তৃণমূল।রানাঘাটকাণ্ডে মঙ্গলবার রাজ্যের রিপোর্ট চাইল প্রধানমন্ত্রীর দফতর।

রানাঘাট কাণ্ড-প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ, ঝড় উঠল লোকসভায়

ওয়েব ডেস্ক: রানাঘাটের কনভেন্টে সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রকের পর এবার রাজ্যের রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর। দুষ্কৃতীরা ধরা না পড়ায় আজ লোকসভাতেও কোণঠাসা হয়ে পড়ে তৃণমূল।রানাঘাটকাণ্ডে মঙ্গলবার রাজ্যের রিপোর্ট চাইল প্রধানমন্ত্রীর দফতর।

রানাঘাটের ঘটনায় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর দফতর অবিলম্বে ঘটনার বিশদ বিবরণ এবং ব্যবস্থাগ্রহণ সম্পর্কে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে।

রানাঘাটকাণ্ড নিয়ে মঙ্গলবার ঝড় ওঠে লোকসভায়।   

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এই ঘটনাটা রাজ্যের অপদার্থতা। বিজেপি সাংসদ আলুওয়ালিয়া দাবি তোলেন, বরখাস্ত হোক সরকারকে।

কেন্দ্রকেও নিশানা করে  বামেরা। রায়গঞ্জের বামফ্রন্ট সাংসদ মহম্মদ সেলিম বলেন, কেন্দ্রও দায় এড়াতে পারে না।

পাল্টা তোপ দাগে তৃণমূলও। ঘুরিয়ে রাজ্যের কোর্টেই বল ঠেলেন বেঙ্কাইয়া নায়ডু। তুমুল হট্টগোল থামাতে শেষপর্যন্ত  হস্তক্ষেপ করেন স্পিকার ।

 

Read More