Home> দেশ
Advertisement

৩০ দিনে ৪০ বার অস্ত্রসংবরণ চুক্তি লঙ্ঘন পাক সেনার

জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। বুধবার রাত থেকে RS পুরা সেক্টরে বিএসএফের পনেরোটি ছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলা পাক রেঞ্জার্সের। সকালেও থামেনি গোলাগুলি। ঘটনায় জখম হয়েছেন ৬ নাগরিক। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা। গতকাল এই আর এস পুরা সেক্টরেই পাক রেঞ্জার্সের গুলিতে জখম হন এক BSF জওয়ান। এই নিয়ে এক মাসে ৪০ বার অস্ত্রসংবরণ চুক্তি লঙ্ঘন করল পাক সেনাবাহিনী। 

৩০ দিনে ৪০ বার অস্ত্রসংবরণ চুক্তি লঙ্ঘন পাক সেনার

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। বুধবার রাত থেকে RS পুরা সেক্টরে বিএসএফের পনেরোটি ছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলা পাক রেঞ্জার্সের। সকালেও থামেনি গোলাগুলি। ঘটনায় জখম হয়েছেন ৬ নাগরিক। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা। গতকাল এই আর এস পুরা সেক্টরেই পাক রেঞ্জার্সের গুলিতে জখম হন এক BSF জওয়ান। এই নিয়ে এক মাসে ৪০ বার অস্ত্রসংবরণ চুক্তি লঙ্ঘন করল পাক সেনাবাহিনী। 

 

আরও পড়ুন- পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত!

 

অবিলম্বে পাক সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। কালা দিবস পালন করায় পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিস।

Read More