Home> দেশ
Advertisement

বাথরুম থেকে উদ্ধার ৩০টি কোবরা ছানা

একটি নয়, দুটি নয়, তিরিশটি কোবরা ছানা উদ্ধার। হরিয়ানার কর্নলের এক বাসগৃহের বাথরুম থেকে উদ্ধার হয় বিষধর কোবরার ৩০টি ছানা। উদ্ধার হওয়া ওই কোবরা সাপের বাচ্চাগুলোকে বন দফতরের কাছে হস্তান্তরিত করা হয়েছে।

 বাথরুম থেকে উদ্ধার ৩০টি কোবরা ছানা

ওয়েব ডেস্ক: একটি নয়, দুটি নয়, তিরিশটি কোবরা ছানা উদ্ধার। হরিয়ানার কর্নলের এক বাসগৃহের বাথরুম থেকে উদ্ধার হয় বিষধর কোবরার ৩০টি ছানা। উদ্ধার হওয়া ওই কোবরা সাপের বাচ্চাগুলোকে বন দফতরের কাছে হস্তান্তরিত করা হয়েছে।

কর্নল, হরিয়ানার একটি ছোট্ট শহর। এই শহরের একটি বাসগৃহের বাথরুম থেক উদ্ধার হয়েছে কিং কোবরার ৩০টি বাচ্চা। ANI-সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই বিষধর সাপের বাচ্চাগুলোকে আলাদা করে সংরক্ষণ করা হবে। তবে এই বাড়িতে এতো সাপের বাচ্চা উদ্ধার হওয়ার পর থেকেই ওই অঞ্চলে অন্যত্রও চলছে খোঁজ। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বাচ্চার খোঁজ করতে কোবরা আসলে, তখন কী হবে? বিশেষ নজরদারি ও সতর্কতার মধ্যেই রাখা হয়েছে ওই জায়গাকে।

 

Read More